Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Assembly Election 2025: কেজরির ‘শিসমহল’-এ  ৯৬ লক্ষ টাকার পর্দা!

Delhi Assembly Election 2025: কেজরির ‘শিসমহল’-এ ৯৬ লক্ষ টাকার পর্দা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 03, 2025 | 6:37 PM

এখানেই শেষ নয়, আম আদমির মুখ্যমন্ত্রীর বাসভবনে শুধু পর্দাই বসেছে ৯৬ লক্ষ টাকার। কেজরিওয়ালের দিল্লিতেও যেমন সাধারণ মানুষের মাথায় এখনও ছাদ নেই। এখনও রোটি-কাপড়া-মাকানের লড়াই সেখানেও আছে। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি প্রাসাদ আছে নেতা মন্ত্রীদের! সেই শিসমহলেই এবার দুর্নীতির দাগ।

দুর্নীতি মুক্ত ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন দেখিয়ে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তাঁর ঘুম ভাঙত বিলাসবহুল অট্টালিকায়। দিল্লির বহু এলাকায় মানুষের মাথায় ছাদ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি শুধু রেনোভেট করতেই লাগল ৩৩ কোটি ৬৬ লক্ষ। এখানেই শেষ নয়, আম আদমির মুখ্যমন্ত্রীর বাসভবনে শুধু পর্দাই বসেছে ৯৬ লক্ষ টাকার। কেজরিওয়ালের দিল্লিতেও যেমন সাধারণ মানুষের মাথায় এখনও ছাদ নেই। এখনও রোটি-কাপড়া-মাকানের লড়াই সেখানেও আছে। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি প্রাসাদ আছে নেতা মন্ত্রীদের! সেই শিসমহলেই এবার দুর্নীতির দাগ। কিন্তু আপের ঝাঁটা কি এবার ভোটে কাজে আসবে? ফের কি কেজরির শিসমহল দাগমুক্ত হবে?