SIR Draft Voter List: কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?

|

Dec 15, 2025 | 1:47 PM

Election Commission of India: আগামিকাল, ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় যাদের নাম থাকবে, তাদের কোনও চিন্তা নেই। চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে তাদের নাম। অন্যদিকে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, তাদের শুনানিতে ডাকবে ইআরও-রা।

আগামিকাল, ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় যাদের নাম থাকবে, তাদের কোনও চিন্তা নেই। চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে তাদের নাম। অন্যদিকে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, তাদের শুনানিতে ডাকবে ইআরও-রা। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। যারা এনুমারেশন ফর্মে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বাবা-মা কিংবা ঠাকুর্দা-ঠাকুমার নাম লিখেছেন, তাদের খসড়া ভোটার লিস্টে নাম থাকবে। যাদের নাম থাকবে না, তাদের ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন যে ১১টি তথ্য দেখাতে বলেছে, তার মধ্যে যে কোনও একটি নথি দেখালেই হবে।