Viral Drink Video: চিজ দিয়ে তৈরি পানীয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Viral Drink Video: চিজ দিয়ে তৈরি পানীয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 12, 2023 | 7:30 PM

ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যা দেখে আপনিও চমকে উঠবেন। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,দোকানদার প্রথমে গ্লাসে বরফ রাখেন। তাতে চিনাবাদাম যোগ করলেন। তারপর...

ইন্টারনেটে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যা দেখে আপনিও চমকে উঠবেন। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,দোকানদার প্রথমে গ্লাসে বরফ রাখেন। তাতে চিনাবাদাম যোগ করলেন। তারপর একে একে আনারস এবং ব্লুবেরি সোডা যোগ করেন। ততক্ষণ অবধিও ঠিক ছিল। কিন্তু তারপরে যা করলেন,তা হল উপর দিয়ে চিজ ছড়াতে লাগলেন। তাও আবার অনেক পরিমাণে। তবে বাড়িতে বানিয়ে ফেলবেন নাকি এমন বিশেষ পানীয়টি?। এই ভিডিয়োটি Instagram-এ শেয়ার করা হয়েছে foodie_addicted_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই সোডা সুরাটের রেন্দার বাস স্টপে মানুষকে পরিবেশন করা হচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন,’প্রয়োজনে পাশের হাসপাতালের ঠিকানাও দিন’।