Chandrakona News: ধোঁয়ায় ঢাকছে চন্দ্রকোনা

Chandrakona News: ধোঁয়ায় ঢাকছে চন্দ্রকোনা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 02, 2023 | 6:17 PM

সচেতনতার অভাব, জমিতেই পুড়িয়ে ফেলা হচ্ছে নাড়া, জমির মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি,আগুনে পুড়ে মৃত্যু ঘটছে বন্ধু পোকার,ধোঁয়ায় ঢাকছে এলাকা, ছড়াচ্ছে দূষণ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত।

সচেতনতার অভাব, জমিতেই পুড়িয়ে ফেলা হচ্ছে নাড়া, জমির মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি,আগুনে পুড়ে মৃত্যু ঘটছে বন্ধু পোকার,ধোঁয়ায় ঢাকছে এলাকা, ছড়াচ্ছে দূষণ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত। শীতের শুরুতেই জোর তৎপরতা শুরু হয়েছে আলু লাগানোর। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুর, রানীগঞ্জ, হাজরা এলাকায় জমিতে পাকা ধান কাটা হচ্ছে হারভেস্টার মেশিন দিয়ে ফলে জমিতে পড়ে থাকছে নাড়া।

জমিকে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য জমির নাড়ার উপর ধরিয়ে দেয়া হচ্ছে আগুন তাতেই ঘটছে বিপত্তি। একাধিকবার কৃষি দপ্তর সহ প্রশাসনিক নানান ভাবে প্রচার করলেও এখনো কৃষকদের সচেতনতার অভাব রয়েছে। জমিতে নাড়াপুড়ানোর ফলে একদিকে যেমন পরিবেশের বাড়ছে দূষণ অন্যদিকে কৃষকদেরও ক্ষতি হচ্ছে কারণ জমির মাটি পুড়ে তার উর্বরতা শক্তি হারাচ্ছে। কৃষিদফতর সুত্রে খবর জমিতে নাড়াপুড়ালে কৃষকদের জেল ও জরিমানা দুই হতে পারে তাও দেদার বিঘার পর বিঘা জমিতে নাড়ায় ধরিয়ে দেয়া হচ্ছে আগুন। তবে যাই হোক সচেতনতা প্রচার ও আইন সঠিক ভাবে প্রয়োগ না হওয়ার ফলে হুঁশ ফেরেনি কারো।