Durga Puja 2023: ছোট কিন্তু খাটো নয়

| Edited By: Tapasi Dutta

Jul 05, 2023 | 5:10 PM

জোকার শিল্পীরা জানান এরকম সম্মান খুব একটা জোটে না। কেউ ভাবেন না।ভেবেছেন এই পুজো কমিটি। ভেবেছেন শিল্পী সুবল পাল।

এঁদের আমরা খাটো বলে ছোট করি। অথচ এরা আমাদের হাসানোর মত ভাল কাজই করেন । আসলে দুনিয়াটাই আস্ত একটা সার্কাস। যার যা খুশি করে চলেছে। সেখানে অন্যের মনের কথা মানের কথা কে ভাবে?জোকার শিল্পীরা জানান এরকম সম্মান খুব একটা জোটে না। কেউ ভাবেন না।ভেবেছেন এই পুজো কমিটি। ভেবেছেন শিল্পী সুবল পাল। তাই পুজোর থিমের সঙ্গে মিল রেখে এই মানুষগুলির হাতেই পুজোর সূচনা করছেন এঁরা। সুবল পাল, শিল্পী বরাবর এই ধরনের মানবিক বিষয় নিয়ে পুজোর কাজ করেন। তাঁর অভিমত সব পুজোয় যদি এমন ভাবনা থাকে তাহলে দুর্গা পুজো অন্য মাত্রা পেতে পারে। এই মানুষরা খুশি তো হবেনই। আমরা সবাই নিশ্চয়ই খুশি হচ্ছি এমন একটা উদ্যোগে।

Published on: Jul 05, 2023 04:52 PM