Smartphone Tips: ফোন ফাস্ট করার সেরা দাওয়াই

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 15, 2023 | 6:16 PM

ফোনে আমরা নানা অ্যাপ, সোশাল মিডিয়া ব্যবহার করি সারাক্ষণ। এতে ফোনে জমে জাঙ্ক ফাইল। জাঙ্ক সাফাই না করলে ফোন স্লো হয়ে পড়ে। গেম, লাইভ স্ট্রিমিং বা হরেকরকম ব্রাউজারও খুলতে হয়।

ফোনে আমরা নানা অ্যাপ, সোশাল মিডিয়া ব্যবহার করি সারাক্ষণ। এতে ফোনে জমে জাঙ্ক ফাইল। জাঙ্ক সাফাই না করলে ফোন স্লো হয়ে পড়ে। গেম, লাইভ স্ট্রিমিং বা হরেকরকম ব্রাউজারও খুলতে হয়। এতেও ফোনের মেমোরিতে জড়ো হয় জাঙ্ক। ফোনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্যাশে সেভ করে মেমোরি। তাতেও স্লো হয় ফোন। এই জাঙ্ক বা ক্যাশেড ডেটা ফোনের লোডিং টাইম বাড়িয়ে দেয়। এর থেকে মুক্তি আর ফোনটা ঝরঝরে করার সহজ একটা উপায় আছে। তা হল ক্যাশে ক্লিয়ার করা। কীভাবে করবেন এই কাজ? অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম খুলুন। ডান দিকে আছে ‘মোর’ বলে একটি অপশন। সেটা ট্যাপ করলে একটা মেনু খোলে। তার থেকে হিস্ট্রি সিলেক্ট করুন। সেখানে ক্লিয়ার ব্রাউজিং ডেটা ট্যাপ করতে হবে। সেখানে ‘অল টাইম’ সিলেক্ট করে ক্যাশে ফাইল ডিলিট করুন। ‘ক্যাশেড ইমেজ এন্ড ফাইলস’ ও ‘কুকিজ এন্ড সাইট ডেটা’ চেক করুন। এরপর ক্লিয়ার ডেটা ট্যাপ করলে ক্যাশে ক্লিয়ার শুরু হবে। ক্যাশে ক্লিয়া করা ফোনের স্বাস্থ্যের জন্য ভাল। তবে বেশি বার এই কাজ করলে তা হিতে বিপরীত হতে পারে।