দাদু-ঠাকুমার নাম দিলে কি বাদ যাবে ফর্ম?
SIR in Bengal: ফর্ম বিলি করা ও ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখনও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্য়ে এলেন কমিশনের প্রতিনিধিরা। ইআরও-দের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে কাজ করতে হবে, কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানানো হয়েছে এদিন।
ভোটার খুঁজতে আরও নিখুঁত কাজ করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে ইআরও-দের। মৃত ভোটারের এন্ট্রি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে ইআরও-দের। এমনই নির্দেশ নির্বাচন কমিশনের বিশেষ টিমের।
প্রশ্ন উঠেছে, দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদার নাম থাকলে কোনও সমস্যা হবে কি না। এক বিডিও তথা ইআরও জানিয়েছেন, ফর্মে দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদার নাম দেওয়া থাকলে এন্ট্রি করতে গেলে অসুবিধা হয়। ম্যাপ করতে গেলে পোর্টালে আসছে না বলে জানিয়েছেন তিনি। কীভাবে হবে সমাধান, সেটাও জানানো হয়েছে।