I-PAC Chief Pratik Jain: আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি, কী মিলল?

| Edited By: Avra Chattopadhyay

Jan 09, 2026 | 12:01 AM

ED Raid in I-PAC Office: বৃহস্পতিবার সকাল ৬টায় কলকাতার সেক্টর ফাইভের স্থিতু আইপ্যাকের অফিসে হানা দেন ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, কয়লা-কাণ্ডে হওয়া আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্তে নেমে ইডির নজরে পড়ে গিয়েছেন আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈন। সেই সূত্র ধরেই এই অভিযান।

তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা প্রতীক জৈন এবং তাঁর সংস্থা আইপ্যাক-এর (I-PAC) অফিসে ম্যারাথন তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা ঘিরে তৈরি হল চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল ৬টায় কলকাতার সেক্টর ফাইভের স্থিতু আইপ্যাকের অফিসে হানা দেন ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, কয়লা-কাণ্ডে হওয়া আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্তে নেমে ইডির নজরে পড়ে গিয়েছেন আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈন। সেই সূত্র ধরেই এই অভিযান। যা চলল টানা ১২ ঘণ্টা। কিন্তু প্রতীকের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে কী পেল ইডি? তাঁর বাড়ি থেকেই বা কী উদ্ধার হল?