১৭টি ধারায় মামলা, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ
নিজে হাতে তথ্য-প্রমাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কোনও বাড়িতে চুরি করার অভিযোগও উঠেছে। একাধিক থানায় ইডি যে এফআইআর করেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সিবিআই-কে আবেদন জানানো হয়েছে ইডি-র তরফে।
আইপ্যাক মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তৃণমূল বনাম ইডি মামলার শুনানি এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে ১৭টি ধারায় মামলা করেছে ইডি। নিজে হাতে তথ্য-প্রমাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কোনও বাড়িতে চুরি করার অভিযোগও উঠেছে। একাধিক থানায় ইডি যে এফআইআর করেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সিবিআই-কে আবেদন জানানো হয়েছে ইডি-র তরফে।