ED in Supreme Court: যে তল্লাশি মমতাকে সমস্যায় ফেলবে, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়েন: সলিসিটর জেনারেল

| Edited By: Avra Chattopadhyay

Jan 15, 2026 | 2:42 PM

ED Raid in IPAC Office Supreme Court Hearing: কেউ বিপত্তিতে পড়লে তৃণমূল সুপ্রিমো তাতে ঝাঁপিয়ে পড়েন। এই প্রসঙ্গে ২০১৯ সালে রাজীব কুমারের বাড়িতে হওয়া অভিযান, ২০২১ সালের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি এবং ওই বছরই আবার ফিরহাদ-সুবতদের গ্রেফতারির ঘটনার সময়ও নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে মামলার আবেদন জানানোর সময় এই প্রসঙ্গ উল্লেখ করেছিলেন ইডির আইনজীবী। অতীতের ঘটনা তুলে ধরে ইডি উল্লেখ করেছিল, প্রতিবার দলের কেউ বিপত্তিতে পড়লে তৃণমূল সুপ্রিমো তাতে ঝাঁপিয়ে পড়েন। এই প্রসঙ্গে ২০১৯ সালে রাজীব কুমারের বাড়িতে হওয়া অভিযান, ২০২১ সালের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি এবং ওই বছরই আবার ফিরহাদ-সুবতদের গ্রেফতারির ঘটনার সময়ও নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সেই বিষয়টিকেই হাতিয়ার করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন তিনি বলেন, ‘যে ধরনের তল্লাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সমস্যায় ফেলতে পারে, সেই তল্লাশির মাঝেই তিনি চলে আসেন।’

 

Published on: Jan 15, 2026 02:42 PM