চন্দ্রনাথের ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, এবার কী করবেন মন্ত্রী?
Enforcement Directorate: নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতে সম্পত্তি বাজেয়াপ্তের কথাও জানিয়েছে ইডি।
বছর শুরু ভালো কাটলো না কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতে সম্পত্তি বাজেয়াপ্তের কথাও জানিয়েছে ইডি। জানা গিয়েছে, বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে চন্দ্রনাথ সিনহার। রেজিট্রেশনের সময় যে দামে কেনা হয়েছিল সেই মূল্য ধরেই বাজেয়াপ্ত সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে।বর্তমান বাজারদর দ্বিগুণ। চন্দ্রনাথ প্রমাণ করতে ব্যর্থ হলে, পরবর্তীতে এই সম্পত্তি নিলাম করতে পারবে ইডি।