Anandapur Fire Burst: ‘আমাদের পরিচিতদের বডি আমাদেরই খুঁজতে হবে’

| Edited By: Avra Chattopadhyay

Jan 27, 2026 | 11:50 PM

Kolkata Fire Incident: সোমবার দিনভর ঘটনাস্থলেই ঠায় দাঁড়িয়েছিল নিখোঁজ কর্মীদের পরিবারের সদস্যরা। কিন্তু তারপরেও অনেকেই নিজেদের প্রিয় জনেরদের খোঁজ পাননি। যা ঘিরেও তৈরি হয়েছে ক্ষোভ। এক ব্যক্তি এদিন বলেন, 'জল দেওয়া ছাড়া দমকল কোনও কাজ করতে পারছে না। আমাদের পরিচিতদের বডি হয়তো আমাদেরই খুঁজে নিতে হবে!'

আট জনের মৃত্যু, নিখোঁজ ২৫ জন। জতুগৃহ আনন্দপুরে নড়ক যন্ত্রণা। দেহ নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ২৪ ঘণ্টার অধিক সময় কাটিয়েও ধিকিধিকি জ্বলছে আগুন। বাতাসে পোড়া গন্ধ। জায়গায় জায়গায় পড়ে মানুষের হাড়, মাথার খুলি। মঙ্গলবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিকের টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে নিখোঁজ কর্মীদের পরিবারের।

সোমবার দিনভর ঘটনাস্থলেই ঠায় দাঁড়িয়েছিল নিখোঁজ কর্মীদের পরিবারের সদস্যরা। কিন্তু তারপরেও অনেকেই নিজেদের প্রিয় জনেরদের খোঁজ পাননি। যা ঘিরেও তৈরি হয়েছে ক্ষোভ। এক ব্যক্তি এদিন বলেন, ‘জল দেওয়া ছাড়া দমকল কোনও কাজ করতে পারছে না। আমাদের পরিচিতদের বডি হয়তো আমাদেরই খুঁজে নিতে হবে!’