Purulia News: শুনানি ভয়ে আত্মঘাতী ৮২-এর বৃদ্ধ, দাবি পরিবারের

|

Dec 29, 2025 | 10:57 PM

SIR Hearing News: পরিবারের দাবি, হিয়ারিংয়ের নোটিস আসার পর থেকেই মনমরা থাকতেন তিনি। বাড়িতে বলতেন, তাঁকে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেই ভয় দিনে দিনে গ্রাস করেছে তাঁকে। সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ।

পুরুলিয়া: শুনানির ভয়েই আত্মঘাতী ৮২-এর বৃদ্ধ, অভিযোগ তুলল পরিবার। বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে শুনানির তৃতীয় দিন সাক্ষী থাকল চরম বিশৃঙ্খলা। দাগ কেটে গেল এই ঘটনাও। ঘটনা পুরুলিয়ার পারা বিধানসভার অন্তর্গত চৌতালা গ্রামের। সেখানে আত্মঘাতী হয়েছেন এক বৃদ্ধ। কারণ, শুনানিতে ডাক পড়েছে।

পরিবারের দাবি, হিয়ারিংয়ের নোটিস আসার পর থেকেই মনমরা থাকতেন তিনি। বাড়িতে বলতেন, তাঁকে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেই ভয় দিনে দিনে গ্রাস করেছে তাঁকে। সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ।