Election Commission: ধৃত বাংলাদেশিদের নাম বাদের নির্দেশ, CEO দফতরে চিঠি ফরেনার্স অফিসের
Election Commission of India: ধৃতদের নাম বাদ দিতে নির্দেশ ফরেনার্স অফিসের। জানা গিয়েছে সিইও দফতরে চিঠি দিয়েছেন তাঁরা। ওই ব্যক্তিদের কাছ থেকে মিলেছিল ভুয়ো ভোটার কার্ড, এমনই খবর অভিবাসন দফতর সূত্রে। খসড়া তালিকা প্রকাশের পরও কীভাবে বাংলাদেশিরা থাকছেন, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠলেও আর জবাব দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলার ভোটার তালিকায় আবারও নাম বাংলাদেশিদের। অবশেষে ধৃত সেই ১০ বাংলাদেশি। ধৃতদের নাম বাদ দিতে নির্দেশ ফরেনার্স অফিসের। জানা গিয়েছে সিইও দফতরে চিঠি দিয়েছেন তাঁরা। ওই ব্যক্তিদের কাছ থেকে মিলেছিল ভুয়ো ভোটার কার্ড, এমনই খবর অভিবাসন দফতর সূত্রে। খসড়া তালিকা প্রকাশের পরও কীভাবে বাংলাদেশিরা থাকছেন, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠলেও আর জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর এই বাংলাদেশিদের নাম নাকি ওঠেনি খসড়া তালিকাতেই।
Published on: Dec 31, 2025 02:29 PM
Latest Videos

