Indian Economy: অর্থনীতির দৌড়ে এবার জাপানকে টপকাল ভারত!
World Economy: বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে। ভারতের ঠিক আগেই রয়েছে আমেরিকা, চিন ও জার্মানি। এই শতকের শেষেই ভারতের অর্থনীতি ছুঁয়ে ফেলতে পারে ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, এমনই পূর্বাভাস দিচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
অর্থনীতির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এতদিন জাপানের সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে অবস্থান করছিল আমাদের দেশ। আর এবার অবশেষে জাপানকে টপকে গেল ভারত। ভারতের অর্থনীতির পরিমাণ ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে। ভারতের ঠিক আগেই রয়েছে আমেরিকা, চিন ও জার্মানি। এই শতকের শেষেই ভারতের অর্থনীতি ছুঁয়ে ফেলতে পারে ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, এমনই পূর্বাভাস দিচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। উল্লেখ্য, ভারতের অর্থনীতি অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। নীতি আয়োগের সিইও-এর মতে, আগামী ২-৩ বছরের মধ্যে ভারত জার্মানিকে টপকে তৃতীয় স্থানে উঠে আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
Published on: Dec 31, 2025 01:38 PM
Latest Videos

