Kajal Sheikh: কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ

| Edited By: Avra Chattopadhyay

Jan 20, 2026 | 9:57 AM

SIR in Bengal: তিনি বীরভূমে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি। বীরভূম তথা রাজ্য রাজনীতির পরিচিত নাম। এবার সেই কাজল শেখকে তলব করল নির্বাচন কমিশন। অর্থাৎ কাজলের বাড়িতে গেল এসআইআর শুনানির নোটিস। আগামী ২৮ জানুয়ারি নানুর ব্লকে শুনানির জন্য .যেতে হবে তাঁকে।

ডাক পড়ল কাজল শেখের। তিনি বীরভূমে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি। বীরভূম তথা রাজ্য রাজনীতির পরিচিত নাম। এবার সেই কাজল শেখকে তলব করল নির্বাচন কমিশন। অর্থাৎ কাজলের বাড়িতে গেল এসআইআর শুনানির নোটিস। আগামী ২৮ জানুয়ারি নানুর ব্লকে শুনানির জন্য .যেতে হবে তাঁকে।

অবশ্য়, কাজল শেখ একা নন। সম্প্রতি শুনানির ডাক পেয়েছেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস। তারপর ক্ষোভ দেখিয়েছিলেন তিনি। গোটা ব্যাপারটাকে বিজেপির চক্রান্ত বলেও অভিযোগ করেছিলেন। যদি কাজলের শুনানির খবর শুনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন, ‘কাজল শেখ সভাধিপতি সেটা এআই বোঝেনা। যদি বাংলাদেশী বা রোহিঙ্গা না-হয় তা হলে নিজের ডকুমেন্টস তিনি দেবেন।’