কীভাবে জীবিত TMC কাউন্সিলর হয়ে গেল ‘মৃত’?
ECI: কার ভুলে ওই তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হল, তা নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। জানা গিয়েছে, নাম বাদের আগে বিএলএ-র বৈঠক করেন বিএলও-দের সঙ্গে। সেইসময় তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ যায়নি বলে সূত্রের খবর।
BLO কুশ হাজরাকে শোকজ করল নির্বাচন কমিশন। জীবিত তৃণমূল কাউন্সিলরকেই খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে! তা নিয়েই শোরগোল। এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এবার এই ঘটনা নিয়ে তৎপর হল নির্বাচন কমিশনও। হুগলির ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে মৃত দেখানো নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চাইলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক। কার ভুলে ওই তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হল, তা নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। জানা গিয়েছে, নাম বাদের আগে বিএলএ-র বৈঠক করেন বিএলও-দের সঙ্গে। সেইসময় তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ যায়নি বলে সূত্রের খবর। এরপর বিএলও যখন নাম তোলেন, তখন সূর্য দে-র নাম মৃত হিসেবে দেখানো হয়। কীভাবে এই ভুল হল, সেটাই জানতে চাইছে কমিশন।