Dhupguri Elephant Attack: গ্রামে দাপাচ্ছে ১১ হাতি
সাত সকালে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে 11 টি হাতি। ধূপগুড়ির কুর্শামারি গ্রামে। ঘুম থেকে উঠে দেখতে পারেন গ্রামের পাশে জল ঢাকা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ প্রায় 11 টি হাতি। হাতিগুলি কিভাবে গ্রামের মধ্যে চলে এল তা নিয়ে চিন্তায় পরেছে বন কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান পাশেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান সেখান থেকে সম্ভবত খাবারের সন্ধানে হাতির দলটি বেরিয়েছিল।
সাত সকালে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে 11 টি হাতি। ধূপগুড়ির কুর্শামারি গ্রামে। ঘুম থেকে উঠে দেখতে পারেন গ্রামের পাশে জল ঢাকা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ প্রায় 11 টি হাতি। হাতিগুলি কিভাবে গ্রামের মধ্যে চলে এল তা নিয়ে চিন্তায় পরেছে বন কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান পাশেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান সেখান থেকে সম্ভবত খাবারের সন্ধানে হাতির দলটি বেরিয়েছিল।
ভোররাতে হাতি চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। ভোরবেলা ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। এখনো আমের পাশে নদীর চরে ঘুরে বেড়াচ্ছে হাতির দলটি যার ফলে নজরদারি চালাচ্ছেন বন কর্মীরা। সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করবে বলেই
Latest Videos