সাধারণ মানুষ মনে করেন শুধুমাত্র ইক্যুইটি ইটিএফ অর্থাৎ যে সব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড শেয়ার বাজারে বিনিয়োগ করে তা-ই শুধু বিকিকিনি করা যায়। আসলে তা নয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের একাধিক ভাগ রয়েছে। আর তার মধ্যে সব ইটিএফই যে আপনার জন্য ভাল হবে এমন নয়।
বিনিয়োগের উপায় হিসাবে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইটিএফ প্রধানত ৩ ধরনের হয়। ইক্যুইটি ইটিএফ, ফিক্সড ইনকাম ইটিএফ এবং কমোডিটি ইটিএফ। ইক্যুইটি ইটিএফ ফল এমন এক ইটিএফ যা শেয়ার বাজারের কোনও একটি সূচক বা শেয়ারের সেক্টর ট্র্যাক করে। যেমন নিফটি ফিফটি (Nifty 50), সেনসেক্স (Sensex)-এর মতো ইনডেক্স। বা ব্যাঙ্ক নিফটি (Bank Nifty), বিএসই ব্যাঙ্কেক্স (BSE Bankex)-এর মতো সেক্টর।
ইটিএফ রিটার্ন ট্র্যাকিং ত্রুটির উপর নির্ভর করে। ট্র্যাকিং ত্রুটি হল কোনও ইটিএফের রিটার্ন ও ইটিএফ যে সূচককে ট্র্যাক করে সেই সূচকের রিটার্নের মধ্যে পার্থক্য। এই ট্র্যাকিং এরর যত কম হবে, ইটিএফের রিটার্ন বেঞ্চমার্কের কাছাকাছি হবে। ফিক্সড ইনকাম ইটিএফ ঋণ ও বন্ডের মতো নির্দিষ্ট আয়ের সিকিওরিটিজে বিনিয়োগ কজরে। আর যাঁরা ঝুঁকি নিতে চান না তাঁদের জন্য এই স্থির আয়ের ইটিএফ বেশ উপযোগী। অন্যদিকে, কমোডিটি ইটিএফ সোনা বা কৃষিপণ্যের মতো জিনিসে বিনিয়োগ করে থাকে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।
সাধারণ মানুষ মনে করেন শুধুমাত্র ইক্যুইটি ইটিএফ অর্থাৎ যে সব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড শেয়ার বাজারে বিনিয়োগ করে তা-ই শুধু বিকিকিনি করা যায়। আসলে তা নয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের একাধিক ভাগ রয়েছে। আর তার মধ্যে সব ইটিএফই যে আপনার জন্য ভাল হবে এমন নয়।
বিনিয়োগের উপায় হিসাবে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইটিএফ প্রধানত ৩ ধরনের হয়। ইক্যুইটি ইটিএফ, ফিক্সড ইনকাম ইটিএফ এবং কমোডিটি ইটিএফ। ইক্যুইটি ইটিএফ ফল এমন এক ইটিএফ যা শেয়ার বাজারের কোনও একটি সূচক বা শেয়ারের সেক্টর ট্র্যাক করে। যেমন নিফটি ফিফটি (Nifty 50), সেনসেক্স (Sensex)-এর মতো ইনডেক্স। বা ব্যাঙ্ক নিফটি (Bank Nifty), বিএসই ব্যাঙ্কেক্স (BSE Bankex)-এর মতো সেক্টর।
ইটিএফ রিটার্ন ট্র্যাকিং ত্রুটির উপর নির্ভর করে। ট্র্যাকিং ত্রুটি হল কোনও ইটিএফের রিটার্ন ও ইটিএফ যে সূচককে ট্র্যাক করে সেই সূচকের রিটার্নের মধ্যে পার্থক্য। এই ট্র্যাকিং এরর যত কম হবে, ইটিএফের রিটার্ন বেঞ্চমার্কের কাছাকাছি হবে। ফিক্সড ইনকাম ইটিএফ ঋণ ও বন্ডের মতো নির্দিষ্ট আয়ের সিকিওরিটিজে বিনিয়োগ কজরে। আর যাঁরা ঝুঁকি নিতে চান না তাঁদের জন্য এই স্থির আয়ের ইটিএফ বেশ উপযোগী। অন্যদিকে, কমোডিটি ইটিএফ সোনা বা কৃষিপণ্যের মতো জিনিসে বিনিয়োগ করে থাকে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।