Arijit Singh Live In Chandigarh: কোন খারাপ খবরে ঘুম উড়েছিল অরিজিতের ভক্তদের?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 01, 2023 | 9:11 PM

Arijit Singh News: অরিজিৎ সিং-এর কনসার্ট নিয়ে অবশেষে জটিলতা কাটল। বিগত কয়েকমাসে বেশ কয়েকটি কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এবার বেশিই সচেতন পুলিশ। চণ্ডীগড়ে ৪ নভেম্বর কনসার্ট, যথাযত পার্কিং এরিয়া না-থাকায় প্রাথমিকভাবে কনসার্ট বাতিল করা হয়। তবে স্থানীয় পুরসভার হস্তক্ষেপে এবার বেশ কয়েকটি স্পট পাওয়ায় অবশেষে ছাড়পত্র পেল গায়কের শো। হাসি ফিরল ভক্তদের মুখে।

শাহরুখের জন্মদিন সেলিব্রেশন
রাত পোহালেই ৫৮-তে পা দেবেন বলিউড বাদশা। তবে এবার আর মন্নত নয়, MNACC-তে গালা সেলিব্রেশন পার্টি দিচ্ছেন খোদ শাহরুখ খান। শোনা যাচ্ছে, সেখানে আমন্ত্রিত থাকছে গোটা বলিউড। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আয়োজন। অন্যদিকে, মন্নতের সামনে বাড়ছে অনুরাগীদের ভিড়। মধ্যরাত থেকেই শুরু হবে বাদশার জন্মদিন সেলিব্রেশন।

অরিজিতের কনসার্টে ছাড়পত্র
অরিজিৎ সিং-এর কনসার্ট নিয়ে অবশেষে জটিলতা কাটল। বিগত কয়েকমাসে বেশ কয়েকটি কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এবার বেশিই সচেতন পুলিশ। চণ্ডীগড়ে ৪ নভেম্বর কনসার্ট, যথাযত পার্কিং এরিয়া না-থাকায় প্রাথমিকভাবে কনসার্ট বাতিল করা হয়। তবে স্থানীয় পুরসভার হস্তক্ষেপে এবার বেশ কয়েকটি স্পট পাওয়ায় অবশেষে ছাড়পত্র পেল গায়কের শো। হাসি ফিরল ভক্তদের মুখে।

কন্যা পুজো করলেন আলিয়া নীতু?
বেশ কয়েকজন শিশু কন্যার সঙ্গে এবার আলিয়া ভাট ও নীতু কাপুরের ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি চোখে পড়তেই নেটিজ়েনদের প্রশ্ন, তবে কি কাপুর পরিবার কন্যা পুজো করেছে? দসেরাতে কন্যা পুজো রীতি মেনে অনেকেই পালন করে থাকেন। যদিও এই প্রসঙ্গে কাপুর পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

তৈরি হচ্ছে ‘কৃশ ফোর’
২০১৩ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত ছবি ‘কৃশ থ্রি’। ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে দেখা গিয়েছিল প্রিয়ার চরিত্রে। কারণ তৈরি হচ্ছে ‘কৃশ ফোর’। ছবি নিয়ে নাকি মারাত্মক খুঁতখুতে হৃত্বিক রোশন। অনেক কাটাকুটির পর চিত্রনাট্য পছন্দ হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, এই ছবির জন্য পরিচালকও নাকি বদল হচ্ছেন। সিদ্ধার্থ আনন্দকে নাকি পাওয়া যাবে পরিচালক হিসেবে।

গাছকে বিয়ে ঐশ্বর্যর!
মাঙ্গলিক দোষ কাটাতে নাকি গাছের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে দিয়েছিল বচ্চন পরিবার। এই রটনা আজকের না। গুঞ্জন সম্পর্কে বিশ্বসুন্দরী বলেছেন, “বিষয়টা খুবই শকিং। এই ধরনের প্রশ্ন আমাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম কর্মীরাও করেছেন। তাঁরা আমাকে জিজ্ঞেস করতেন, ‘তুমি কি গাছকে বিয়ে করেছ? তোমার উপর কি কোনও অভিশাপ ছিল? আমি বুঝতে পারতাম না কোথা থেকে শুরু করব।” আজ ঐশ্বর্য ৫০-এ পা দিলেন।

প্রভাস-অনুষ্কার বিয়ে!
তাঁরা কেবলই ‘ভাল বন্ধু’! এই তকমা আর পছন্দ করছেন না প্রভাস-অনুষ্কার পরিবারের সদস্যরা। তাঁরা চাইছেন, সম্পর্কের গভীরতা বাড়ুক। বাস্তবেও ভালবাসার সম্পর্ক তৈরি হোক এই দুই তারকার মধ্যে। তাঁরা চাইছেন, প্রভাস এবং অনুষ্কা বিয়ে করুন। প্রভাসের পরিবারের আবার অনুষ্কাকে পুত্রবধূ হিসেবে দারুণ পছন্দ করে। যদিও বিয়ে নিয়ে কোনওরকম মাথাব্যথা নেই দুই তারকার। আপাতত ‘ভাল বন্ধু’ হয়েই থাকতে চান তাঁরা ২ জন।

ইলাইয়ারাজার বায়োপিকে ধনুষ
নতুন অবতারে তাঁর অনুরাগীদের চমকে দিতে চলেছেন ধনুষ। ‘স্যার’ ছবিতে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর এবার একটি বায়োপিকে অভিনয় করবেন ধনুষ। কী সেই ছবি? সঙ্গীত বিশেষজ্ঞ আসাইগনানি ইলাইয়ারাজার বায়োপিক সেটি। তাতে ইলাইয়ারাজার চরিত্রে অভিনয় করবেন এই দক্ষিণী সুপারস্টার। ২০২৪ সালে শুটিং শুরু হবে ছবির।

বরের কাছে আর্জি শ্রুতির
পুজো মিটতেই ভ্যাকেশন মুডে সেলেবরা। সেই তালিকায় এবছর নাম লেখাননি অভিনেত্রী শ্রুতি দাস। সেই দুঃখেই বর স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একটি পুরনো ট্রিপের ছবি শেয়ার করলেন তিনি। বরের কাছে আর্জি জানালেন, ‘ফিরিয়ে নিয়ে চলো…’।

কটাক্ষের শিকার নুসরত
ট্রোল নুসরত জাহানের কাছে নতুন কোনও বিষয় নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক রিলে লিপ মিলিয়ে এবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ভিডিয়ো ক্লিপিং চোখে পড়তেই একাংশ লেখলেন, ‘ঠোঁটটা পুরো বিশ্রি করে ফেলেছেন।’ কেউ আবার লিখলেন, ‘দীপিকাকে নকল করতে গেলে যোগ্যতা লাগে।’