SIR-এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ
SIR: এসআইআর চালু হতেই আতঙ্ক একেবারে জাঁকিয়ে বসেছিল মনে। কথা বলেছিলেন এলাকার লোকজনের সঙ্গেও। কিন্তু অনেকে অভয় দিলেও ভয় কাটেনি তার মন থেকে। শেষ পর্যন্ত সেই বৃদ্ধির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশের গাছ থেকে।
জলপাইগুড়ি: বাড়িতে দুই স্ত্রী। কিন্তু কারও নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। আর তাতেই চিন্তায় ছিলেন ষাটোর্ধ্ব প্রৌঢ়। গিয়েছিলেন প্রশাসনের দুয়ারেও। এসআইআর চালু হতেই আতঙ্ক একেবারে জাঁকিয়ে বসেছিল মনে। কথা বলেছিলেন এলাকার লোকজনের সঙ্গেও। কিন্তু অনেকে অভয় দিলেও ভয় কাটেনি তার মন থেকে। শেষ পর্যন্ত সেই বৃদ্ধির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশের গাছ থেকে। পরিবারের সদস্যরা ক্ষোভ উগরে দিলেন প্রশাসনের বিরুদ্ধে।
Published on: Nov 07, 2025 09:27 PM
