AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri News: অবশেষে স্কুলে যোগ দিলেন অনামিকা

Jalpaiguri News: অবশেষে স্কুলে যোগ দিলেন অনামিকা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 21, 2023 | 8:38 PM

Share

তথ্যগত গন্ডগোলের জেরে চাকরি হারান ববিতা। এরপর সেই চাকরি জোটে অনামিকা রায়ের। বোর্ডের তরফে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে তাকে জয়েন করতে হবে। বৃহস্পতিবার তার ওই স্কুলে যোগ দেওয়ার কথা ছিল।

মন্ত্রী কন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল নিয়োগ দুর্নীতির জেরে। সেই চাকরি পান ববিতা সরকার। তথ্যগত গন্ডগোলের জেরে চাকরি হারান ববিতা। এরপর সেই চাকরি জোটে অনামিকা রায়ের। বোর্ডের তরফে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে তাকে জয়েন করতে হবে। বৃহস্পতিবার তার ওই স্কুলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১১ টা বেজে গেলেও ইমেল না আসায় তিনি স্কুলে যোগ দিতে যেতে পারছিলেন না। এই খবর আমরাই প্রথম তুলে ধরি। এরপর বোর্ডের তরফে অনামিকাকে ফোন কল করে কাজে যোগ দিতে বলা হয়। মৌখিক নির্দেশ পেয়ে সাথে সাথে তিনি ছুটে আসেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে। এরপর তিনি খাতায় সই করে কাজে যোগ দেন।

কাজে যোগ দিয়ে অনামিকা রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘ লড়াই আজকে শেষ হোলো। অবশেষে কাজে যোগ দিলাম। এবং এরজন্য তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে ঋণী বলে জানান। পাশাপাশি তিনি আরও বলেন এই চাকরির জন্য যারা আজও রাস্তায় আন্দোলন করে যাচ্ছেন তাদের মনস্কামনা যাতে দ্রুত পূর্ণ হয়।তারাও যাতে স্কুলে যোগ দিতে পারেন।

স্কুলের প্রধান শিক্ষক মনোজিৎ পাল বলেন স্কুল শুরু হবার পর আমরা ডি আই এর কাছ থেকে ইমেইল পাই। এরপর অনামিকা রায় আমাদের স্কুলে আসেন। উনি রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে স্কুলে যোগ দিলেন। আমাদের স্কুলে ১২০০ পড়ুয়া আছে। সেই অনুপাতে শিক্ষক কম রয়েছে। অনামিকা দেবী কাজে যোগ দেওয়ায় কিছুটা সুরাহা হোলো। তবে আমাদের আরও শিক্ষকের প্রয়োজন রয়েছে।