‘কারখানায় ছিল, এখন ফোন অফ বলছে…’, কাকুর খোঁজে হন্যে হয়ে ঘুরছে যুবক

|

Jan 26, 2026 | 1:22 PM

Fire Incident: আনন্দপুরে শুধু মোমো কারখানা নয়, তার পাশে ডেকরেটর সংস্থার গোডাউনও আগুনে পুড়ে গিয়েছে। সেখানেই কাজ করতেন গুরুপদ সাউ। ডেকরেশনের কাজ করতেন। বিগত আটদিন ধরে কাজ করছিলেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

আনন্দপুরে শুধু মোমো কারখানা নয়, তার পাশে ডেকরেটর সংস্থার গোডাউনও আগুনে পুড়ে গিয়েছে। সেখানেই কাজ করতেন গুরুপদ সাউ। ডেকরেশনের কাজ করতেন। বিগত আটদিন ধরে কাজ করছিলেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ভাইপো বলেন,”কাকিমার সঙ্গে রাতে কথা হয়েছে। সেই সময় গোডাউনে ছিল বলছে। সকালে ফোন করে পাচ্ছি না। এখন কারখানায় আগুন লেগেছে। ফোন অফ বলছে। ওঁর সঙ্গে আমাদের ওইখানে কেউ ছিল না। তাঁদেরও খোঁজ নেই।” জানা যাচ্ছে, ওই ডেকরের্টসের গুদামে কাজ করা শ্রমিকদের মধ্যে যতজন ছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা।