Fire Broke Out: ডালহৌসির আরএন মুখার্জি রোডে বিধ্বংসী আগুন,

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2025 | 5:13 PM

Fire Broke Out at Dalhausie: ২১ নম্বর আর এন মুখার্জি রোড একেবারে ঘিঞ্জি এলাকা। সরু গলির মধ্যে অজস্ত্র দোকান ও ছোট অফিস, গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা। 

কলকাতা: শহরে ফের বড় আগুন। ডালহৌসিতে গাড়ির যন্ত্রাংশ তৈরি করার একটি কারখানায় আগুন লেগেছে। ২১ নম্বর আর এন মুখার্জি রোডে ওই কারখানা রয়েছে। এই খবর যখন সম্প্রচারিত হচ্ছে, তখন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গল গল করে বের হচ্ছে আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা যে পরিমাণ, তাতে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন দমকল আধিকারিকরা। ২১ নম্বর আর এন মুখার্জি রোড একেবারে ঘিঞ্জি এলাকা। সরু গলির মধ্যে অজস্ত্র দোকান ও ছোট অফিস, গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন সামনের দোকানের কর্মীরা।