‘রেফারিকে নিরপেক্ষ হতে হবে, নাহলে মুস্কিল’, বলছেন ফিরহাদ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 01, 2025 | 8:03 PM

SIR: ফর্ম জমা দেওয়ার সময় ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়সীমা নির্বাচন কমিশনের আগেই সময় বাড়ানো উচিত ছিল, এমনটাই বলছেন মহম্মদ সেলিম। একই কথা বলছে তৃণমূলও। আগেই সময় বাড়ানোর দাবি জানিয়েছিল শাসক দল।

এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে তৃণমূলের। সময় বাড়ানোর আর্জিও শুরু থেকেই জানিয়েছিল তারা। অবশেষে সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও আক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের একটাই দুঃখ। অনেকগুলো প্রাণ চলে গেল।” রোজই কোনও না কোনও ওয়াররুমে যাচ্ছেন তিনি। এসআইআরের কাজ পরিদর্শন করছেন। তিনি বলেন, আমাদের ছেলেরা প্রাণ দিয়ে কাজ করছে। তারপরও রেফারি যদি নিরপেক্ষ না হয়, যে কোনও বল পায়ে লাগলেই যদি রান আউট হয়ে যায়, তাহলে মুস্কিল য়ে যায়।