বাড়িতেই ফুটবল মাঠ, ঠিক কত টাকার মালিক শতদ্রু?
শতদ্রু দত্তImage Credit source: TV9 Bangla

বাড়িতেই ফুটবল মাঠ, ঠিক কত টাকার মালিক শতদ্রু?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 8:19 PM

তিনতলা বাড়িতে সুইমিং পুল,ফুটবল মাঠ আছে। গত ১৩ই ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজক সংস্থা হিসাবে যুবভারতীতে বিশৃঙ্খলার দায় তার।

হুগলি: শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তদন্তে বিধাননগর পুলিশ। আজ সকালে দক্ষিণ বিধাননগর থানার পুলিশের একটি দল রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে। মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারীক রিষড়া থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে। তিনতলা বাড়িতে সুইমিং পুল,ফুটবল মাঠ আছে।
গত ১৩ই ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজক সংস্থা হিসাবে যুবভারতীতে বিশৃঙ্খলার দায় তার।