অভিনেতার ভূমিকায় ফুটবলার অনীত
প্রথমবার মঞ্চ অভিনেতার ভূমিকায় ফুটবলার অনীত ঘোষ।
নাটকের মঞ্চে এবার ইস্টবেঙ্গলের জাতীয় লিগজয়ী অধিনায়ক! চন্দননগর সারঙ্গ ক্রিয়েশনস নাট্যদলের নতুন নাটকে এবার অভিনয় করছেন ইস্টবেঙ্গলের জাতীয় লিগ জয়ী অধিনায়ক অনীত ঘোষ। জাতীয় লিগজয়ী ইস্টবেঙ্গল অধিনায়কের তকমা ঝেড়ে ফেলে অনীত এখানে অভিনয়ের বাধ্যছাত্র।
Published on: Dec 23, 2020 04:55 PM
