Treasure Found: মিলল হাজার বছরের গুপ্তধনের খোঁজ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Mar 17, 2023 | 7:32 PM

১০ বছর বয়স থেকে ডাচ কিশোর লরেঞ্জো রুইজটার গুপ্তধনের খোঁজ করতেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র মেটাল ডিটেক্টরিস্ট রুইজটার অবশেষে বিরল কিছু গুপ্তধন খুঁজে পেলেন।

১০ বছর বয়স থেকে ডাচ কিশোর লরেঞ্জো রুইজটার গুপ্তধনের খোঁজ করতেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র মেটাল ডিটেক্টরিস্ট রুইজটার অবশেষে বিরল কিছু গুপ্তধন খুঁজে পেলেন। এই ধনরত্নে একটি রাজপরিবারের স্বর্ণালঙ্কারও রয়েছে। এছাড়াও রয়েছে রৌপ্য মুদ্রা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি হাজার বছরের পুরনো গুপ্তধন। এতে চারটি সোনার কানের দুল এবং ৩৯টি রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে। পশ্চিম ফ্রিজল্যান্ড অঞ্চলের হুগউড শহরের উত্তরে এই গুপ্তধন পাওয়া গেছে। নেদারল্যান্ডসের ডাচ ন্যাশনাল মিউজিয়াম অফ অ্যান্টিকুইটিসে এই গুপ্তধন রাখা হয়েছে । বিশেষজ্ঞরা বলছেন,’গয়নাগুলি মধ্যযুগীয় সম্ভ্রান্ত পরিবারের’ । লরেঞ্জো রুইৎজার বলছেন,’অলঙ্কারগুলি দেখে মনে হয়েছে, যে এগুলি সবই সে সময়ের খুব ধনী পরিবারের। সে সময় এত দামী গয়না শুধু সমাজের উচ্চবিত্ত মানুষই পরতেন’ । যেসব রৌপ্যমুদ্রা পাওয়া গিয়েছে সেগুলি ঢালাইয়ের পাশাপাশি হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা । এগুলি স্থানীয় মুদ্রা। মুদ্রাগুলি রোমান সাম্রাজ্যের বলে মনে করছেন গবেষকরা। এগুলি ত্রয়োদশ শতকের কাছাকাছির মুদ্রা। এর মধ্যে কিছু মুদ্রা রয়েছে, যেগুলি ১২৪৭ থেকে ১২৪৮ এর মধ্যে। বিশেষজ্ঞদের মতে সেই সময় যুদ্ধ চলছিল, তাই কেউ নিশ্চয়ই সেগুলি লুকিয়ে রাখেন । সোনার অলঙ্কারগুলিতে খোদাই করা ফ্রাইজল্যান্ড অঞ্চলের প্রাচীন শিল্প।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla