TATA Ace Pro: সামান্য সেলসম্যান থেকে লজিস্টিক ব্যবসার চালক, জানুন গৌরবের জয়ের গল্প

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 29, 2025 | 7:24 PM

Ab Meri Baari: TATA Ace কীভাবে নিজের ট্রাকস কার্গো প্রাইভেট লিমিটেড ব্যবসাকে স্বপ্নের সাফল্য এনে দিয়েছে? জানুন কী বলছেন সিইও এবং প্রতিষ্ঠাতা গৌরব শর্মা।

“যে যাত্রাপথের দিক এবং গতি সঠিক হয় সেই যাত্রাও সফল হয়” গৌরব শর্মার এটাই বিশ্বাস। কে এই গৌরব শর্মা? এক সময়ে ছিলেন সামান্য একজন সেলস পার্সন। আর পাঁচজনের মতোই চাকরি করতেন। কিন্তু কাজের সূত্রে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে তাঁর পরিচয়। তাঁদের সঙ্গ বদলে দেয় গৌরবের জীবন। তাঁর মধ্যেও জন্মায় উদ্যোক্তা হয়ে ওঠা স্বপ্ন।

২০১৮ সালে, গৌরব প্রতিষ্ঠা করেন ট্রাকস কার্গো প্রাইভেট লিমিটেড। একদিকে উন্নত প্রযুক্তির সঙ্গ অন্যদিকে গৌরবের হার না মানা মানসিকতা। এই দুইয়ে মিলেই বিল্পব আনে লজিস্টিকসের দুনিয়ায়। প্রাথমিক পর্যায়ে ই-কমার্স ডেলিভারিতে আটকে থাকলেও একটু পসার হতেই ব্যবসা আরও বড় করার কথা ভাবেন তিনি। ২০২১ সালে TATA-এর সঙ্গে পথ চলা শুরু। বাড়তে থাকে ব্যবসার পরিসর। আর এই এগিয়ে চলার পথে গৌতমের সঙ্গী হয় টাটা ACE ট্রাক।

একদিন মাত্র ২টি টাটা ACE দিয়ে শুরু করে, গৌরব আজ ২৮০টি গাড়ির মালিক। লজিস্টিকের ব্যবসা পরিচালনার মেরুদণ্ড হিসেবে কাজ করে ২৫০টি টাটা ACE। Amazon, Delhivery, Ekart এবং Blue Dart এর মতো শীর্ষ-স্তরের কোম্পানিগুলির আজ তাঁর সঙ্গে কাজ করে। গৌরব প্রকৃত অর্থেই বলেছেন ‘অব মেরি বারি।’ এবার আমার পালা।

Published on: Jul 29, 2025 07:24 PM