Ab Meri Baari: TATA Ace Pro কী ভাবে বদলে দিচ্ছে দেশের কর্মসংস্থানের মানচিত্র? জানালেন অরুণ কুমার
Ab Meri Baari: অর্থনীতিবিদ ও জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপক অরুণ কুমার ভারতের পরিবর্তিত কর্মসংস্থানের চিত্র নিয়ে নিজের মত জানিয়েছেন। কী বলছেন তিনি? এই রূপান্তরে Ace Pro-এর ভূমিকা নিয়েই বা কী মত তাঁর?
সারা ভারতজুড়ে যেন এখন আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষার এক নতুন জোয়ার দেখা যাচ্ছে। দেশের কর্মজীবী শ্রেণির বহু মানুষ আজ স্থির দৈনিক মজুরির জীবন থেকে বেরিয়ে এসে নিজেদের ভবিষ্যতের রাশ নিজের হাতে নিতে চাইছেন। লক্ষ্য একটাই — কেবল শ্রমিক নয়, এবার তাঁরা হবেন মালিক।
এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে Ace Pro। TATA Ace Pro কেবল একটি মিনি ট্রাক নয়, বরং উদ্যোক্তা হওয়ার প্রথম স্টেপ। এর সঙ্গে জুড়ে আছে মালিক হওয়ার গর্ব, আয় বৃদ্ধির সুযোগ এবং নিজের শর্তে এগিয়ে যাওয়ার স্বাধীনতা। অনেকের কাছেই Ace Pro হয়ে উঠেছে এক নতুন পরিচয়ের প্রথম বাস্তব পদক্ষেপ।
অর্থনীতিবিদ এবং জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপক অরুণ কুমার দেখিয়েছেন, কীভাবে এই মানসিক পরিবর্তন ভারতের নতুন মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক নতুন ভারতের স্বপ্ন দেখায়, যা মর্যাদা, সুযোগ এবং আত্মনির্ভরতার মূল্য বোঝে। Ace Pro এই সমস্ত মূল্যের প্রতীক হয়ে উঠেছে, যা হাজার হাজার মানুষকে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শেখাচ্ছে — ‘এবার আমার পালা’, ‘অব মেরি বারি’।
টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস এই রূপান্তরকে আরও মজবুত করে তুলছে সম্পূর্ণ সহায়তার মাধ্যমে। যেমন অর্থায়ন, প্রশিক্ষণ এবং ডিজিটাল সমাধান। যাতে প্রথমবারের ক্রেতারা গাড়ি কিনে তার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন।
শ্রমিক থেকে মালিক হয়ে ওঠার স্বপ্ন আর এখন শুধু স্বপ্ন নয় — সারা দেশে বাস্তব হয়ে উঠছে। আর এই যাত্রার শক্তি হয়ে উঠেছে Ace Pro।