AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garden Reach Shipbuilders And Engineers: উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হল নতুন জাহাজ

Garden Reach Shipbuilders And Engineers: উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হল নতুন জাহাজ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 13, 2023 | 5:30 PM

Share

GRSE: একাধিক স্বয়ংক্রিয় মেশিনগান, ও লাইফবোটে সজ্জিত আইসিজিএস কমলাদেবী আজ শুক্রবার যুক্ত হল উপকূলরক্ষী বাহিনীতে। আপাতত হলদিয়ায় থাকবে গার্ডেনরিচে তৈরি এই জাহাজ।

কলকাতা: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হল নতুন জাহাজ। গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই পেট্রোল ভেসেল। আইসিজিএস কমলাদেবী নামক এই জাহাজটির উদ্বোধন করেন কোস্ট গার্ডের ডিজি ভিএস পাঠানিয়া। জাহাজটিতে রয়েছে লাইফ বোট ও সামনের দিকে রয়েছে দুটি শক্তিশালী মাঝারি পাল্লার স্বয়ংক্রিয় মেশিনগান। শুধু সামনের দিকে নয়, এই জাহাজের পিছনের দিকেও রয়েছে এই ধরণের মেশিনগান।

কোস্ট গার্ডের ডিজি ভিএস পাঠানিয়া জানালেন, আগামী ৩/৪ বছরের মধ্যে ২০০টি জাহাজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে চলে আসবে। তিনি আরও বলেন, “আজকে আমাদের ১৫৭টি জাহাজ রয়েছে। কমলাদেবীর অন্তর্ভুক্তির পর দ্রুতগামী পেট্রোল ভেসেলের সংখ্যা প্রায় ৫০ ছুঁয়ে ফেলল। ১১৫ মিটার বা তার বেশি লম্বা জাহাজ আমাদের রয়েছে ২৭টি। এছাড়াও বাকি সব মিলিয়ে রয়েছে প্রায় ৬৭টি জাহাজ। সব মিলিয়ে আমাদের আজকে ১৫৮টি জাহাজ রয়েছে।”