AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gariahat News: আমাদের খবরের জের, গিটার পেল গায়েন

Gariahat News: আমাদের খবরের জের, গিটার পেল গায়েন

আসাদ মল্লিক

|

Updated on: Feb 14, 2023 | 10:25 PM

Share

Busking: আমাদের সহনাগরিক ইন্দ্রাণী গাঙ্গুলি সেদিন সেই প্রতিবেদন দেখে প্রীতম দে কে ফোনে যোগাযোগ করে জানান, ভ্যালেন্টাইন দিনে তিনি গৌতম গায়েনের হাতে তূলে দিতে চান একটি নতুন গিটার।

গৌতম গায়েন থাকেন গড়িয়াহাটের ব্রিজের নিচে। মা বউ মেয়ে নিয়ে রাস্তায় সংসার। গান গেয়ে সংসার চলত। পুরকর্মীদের তাড়ায় গিটার ভেঙে গেছে। কেনার পয়সা নেই। ফুটপাথে গান করে যা রোজগার হত। বিদেশে যাকে বাস্কিং বলে। ফুটপাথে ভালবাসা। তারপর ঠিকানা গড়িয়াহাট। ব্রিজের নিচে। গিটার ভেঙে রোজগার বন্ধ। এই প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি তূলে ধরেন টিভি নাইন বাংলা ডিজিটালের প্রতিনিধি প্রীতম দে। সেদিন গায়েন গৌতম বলেছিলেন তাঁর গান গাইতে না পারার কথা। তাঁর প্রতিবন্ধকতার কথা। তাঁর ভাঙা গিটারের কথা। এই প্রতিবেদন প্রকাশিত হতেই ফোন আসতে থাকে, কমেন্ট বক্স উপচে পড়তে থাকে শহরবাসীর। একাধিক শুভানুধ্যায়ী জানাতে থাকেন তাঁরা পাশে থাকতে চান গৌতম গায়েনের। আমাদের সহনাগরিক ইন্দ্রাণী গাঙ্গুলি সেদিন সেই প্রতিবেদন দেখে প্রীতম দে কে ফোনে যোগাযোগ করে জানান, ভ্যালেন্টাইন দিনে তিনি গৌতম গায়েনের হাতে তূলে দিতে চান একটি নতুন গিটার। কথা রাখলেন ইন্দ্রাণী। ১৪ ফেব্রুয়ারি সকালে গড়িয়াহাট উড়ালপুলের তলায় গৌতমের কাছে এসে একটি ব্র্যান্ড নিউ গিটার তাঁর হাতে তুলে দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। এখন আনন্দের হাসি গৌতমের স্ত্রী চন্দ্রিমার মুখে। ইন্দ্রাণী ওদের সন্তানের নাম রাখলেন ‘ভ্যালেন্টাইন’। আজ গৌতমের পাশে সমাজের ও রুপোলী জগতের উজ্জ্বল মুখরা। গীটার পেয়ে গৌতমের মুখে হাসি। কৃতজ্ঞতার, প্রত্যয়ের…

Published on: Feb 14, 2023 10:24 PM