Tarakeswar: ভিড় ঠাসা তারকেশ্বর মন্দির
শ্রাবনের প্রথম সোমবারে লক্ষাধিক পূর্নাথীর ভিড় তারকেশ্বর মন্দিরে। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা,মেলা চলে রাখি পূর্ণিমার দিন পযন্ত। পুলিশ জানিয়েছে মেলা উপলক্ষে বিশেষ করে শনি,রবি ও সোমবার বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রাবনের প্রথম সোমবারে লক্ষাধিক পূর্নাথীর ভিড় তারকেশ্বর মন্দিরে। মূলত প্রতি বছর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা,মেলা চলে রাখি পূর্ণিমার দিন পযন্ত। এবছর বাংলা পুঞ্জিকা মতে শ্রাবণ মাস মল মাস হওয়ার কারণে ব্যতিক্রমি শ্রাবনী মেলা।১৭ ই আষাঢ় অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে শ্রাবনী মেলা,প্রায় ৬০ দিন ধরে চলবে এই শ্রাবনী মেলা,শেষ হবে আগামী ১২ ই ভাদ্র রাখী পূর্ণিমার দিন। যদিও আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার,প্রথম সোমবার উপলক্ষে লক্ষাধিক পূর্নাথীর ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। পুলিশ জানিয়েছে মেলা উপলক্ষে বিশেষ করে শনি,রবি ও সোমবার বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূর্নাথীদের সুরক্ষার স্বার্থে। মন্দিরে প্রবেশের আগে মোট আটটি ড্রপ গেট করা হয়েছে।সাত টি পুলিশি সহায়তা ক্যাম্প,চারটি স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প তার মধ্যে দুটি স্পেশাল স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন দুধপুকুরে স্পিড বোর্ড সহ মোতায়েন করা আছে বিপর্যয় মোকাবিলার একটি দল এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ব্রিগেডের একটি টিম এমনকি বোম্ব ডিসপোশাল টিম ও মোতায়েন করা হয়েছে হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বৈদ্যবাটি নিমাইতির্থ ও শেওরাফুলি ঘাট থেকে তারকেশ্বর পযন্ত পূর্নাথীরদের সুবিধার্থে পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

