Share Market, GSK Pharma: বাজার পড়ছে, যদিও ক্রমাগত বাড়ছে জিএসকে ফার্মা!
যদিও এই বাজারেও মধ্যে গত ৭ দিনে ১৮ শতাংশ বেড়েছে জিএসকে ফার্মা। ১ মাসের হিসাবে ২৪ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম।
আজ ২৪৩ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ অন্যদিকে ৮৫৬ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। ভারতের বাজারের সঙ্গে আজ পড়েছে চিনা সূচক হ্যাংসেং। ০.৫৮ শতাংশ পড়েছে এই চিনা সূচক। যদিও আজ বেড়েছে জার্মান সূচক ড্যাক্স।
যদিও এই বাজারেও মধ্যে গত ৭ দিনে ১৮ শতাংশ বেড়েছে জিএসকে ফার্মা। ১ মাসের হিসাবে ২৪ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Feb 24, 2025 09:05 PM
Latest Videos