VIRAL VIDEO: চণ্ডীপুরে সোহমের দেহরক্ষীর দাদাগিরি

সৌরভ পাল

|

Updated on: Apr 02, 2021 | 4:22 PM

চণ্ডীপুরে বিজেপি কর্মীর দিকে দেহরক্ষীদের এগিয়ে দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী।

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (Bengal Election 2021) ঘিরে উত্তপ্ত বঙ্গ-রাজনীতি। সোহমের বিধানসভা কেন্দ্র চন্ডীপুরেও সেই উত্তাপের আঁচ থেকে বাদ যায়নি। বৃহস্পতিবার চন্ডীপুর বিধানসভার ২৪ নং বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) দেহরক্ষীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বিজেপির এক এজেন্ট সোহমকে সরাসরি প্রশ্ন করায় পরিস্থিতি খানিক উত্তপ্ত হয়। ওই বিজেপি কর্মীর দিকে তেড়ে আসেন সোহমের সহযোগীরা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সোহমের দেহরক্ষী ওই এজেন্টের উপর চড়াও হয় বলে অভিযোগ।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 02, 2021 04:13 PM