মোহিত সেনগুপ্ত-সহ কংগ্রেসের ভাল নেতারা বিজেপিতে আসুন: সুকান্ত মজুমদার
সুকান্ত বলেন, "আমি মোহিত দা-সহ কংগ্রেসের যাঁরা ভাল ভাল রয়েছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান, তাঁদের বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন না। আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরুন।"
উত্তর দিনাজপুরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কোনও রাখঢাক না রেখেই কংগ্রেসের জেলা সভাপতিকে বিজেপিতে চাইলেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তর কথায়, “আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তার সঙ্গে অনান্য বিরোধী দল যারা রয়েছে, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এখানে কংগ্রেস টিম টিম করে জ্বলছে। মোহিত সেনগুপ্তের হাত ধরে কোনওক্রমে কংগ্রেস টিম টিম করে জ্বলছে। আমি মোহিত দা-সহ কংগ্রেসের যাঁরা ভাল ভাল রয়েছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান, তাঁদের বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন না। আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরুন।”