Road Accident: পথ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করলে পুরস্কার দেবে সরকার

Jan 12, 2026 | 10:18 PM

ভারতে পথ দুর্ঘটনায় ছবিটা কীরকম, সেটা অনেকেই জানেন। প্রতি তিন মিনিটে রাস্তায় গড়ে একজনের মৃত্যু হয় ভারতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা হয় ভারতেই। গত কয়েক বছরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এখন চার চাকার তুলনায় বেশি মৃত্যু হচ্ছে বাইকে।

পথ দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রের প্রকল্প। দুর্ঘটনায় আহতদের জন্য এবার ক্যাশলেস চিকিত্‍সার ব্যবস্থা। হাসপাতালে ভর্তির ৭ দিন পর্যন্ত এক টাকাও খরচ লাগবে না। এই প্রকল্পের পোশাকি নাম পিএম- রাহাত। প্রকল্পে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দ্রুত নোটিফিকেশন বের হবে। সূত্রের খবর, ১ মার্চ বা দোলের ঠিক আগে চালু হতে পারে পি-এম রাহাত। প্রকল্প শুরুর ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে পথ দুর্ঘটনায় ছবিটা কীরকম, সেটা অনেকেই জানেন। প্রতি তিন মিনিটে রাস্তায় গড়ে একজনের মৃত্যু হয় ভারতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা হয় ভারতেই। গত কয়েক বছরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এখন চার চাকার তুলনায় বেশি মৃত্যু হচ্ছে বাইকে।