WB Governor: এবার থেকে লোকভবন, রাজভবন নয়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2025 | 9:21 PM

Kolkata: নাম বদলের পরই রাজ্যপাল বলেন, "ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।" রাজভবন নামটির সঙ্গে রাজত্ব-রাজা ইত্যাদি ধারণা জড়িত রয়েছে। আর লোকভবন সাধারণ মানুষের অনেকের কাছের। সেই কারণেই এই সিদ্ধান্ত। কেন্দ্রের সম্মতি পেতেই রাজভবনে থাকা পুরনো নামের ফলক বদলে দিয়েছেন রাজ্যপাল বোস।

পাল্টে গেল রাজভবনের নাম। এবার থেকে বলা হবে লোকভবন। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘোষণা করেন। আগে থেকেই রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের অনুমতি মিলতেই শনিবার আনুষ্ঠানিক ঘোষণা রাজভবনের। নাম বদলের পরই রাজ্যপাল বলেন, “ভারতের সব রাজভবনকেই এবার থেকে লোকভবন বলে ডাকা হবে।” রাজভবন নামটির সঙ্গে রাজত্ব-রাজা ইত্যাদি ধারণা জড়িত রয়েছে। আর লোকভবন সাধারণ মানুষের অনেকের কাছের। সেই কারণেই এই সিদ্ধান্ত। কেন্দ্রের সম্মতি পেতেই রাজভবনে থাকা পুরনো নামের ফলক বদলে দিয়েছেন রাজ্যপাল বোস।