Lighter Ban: ধূমপায়ীদের জন্য বড় খবর

Lighter Ban: ধূমপায়ীদের জন্য বড় খবর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 3:09 PM

যাঁরা ধূমপান করেন, তাঁদের জন্য বড় খবর। আপনার পকেটে ১০ টাকার লাইটার থাকলে,সমস্যায় পড়বেন । সরকার নিষিদ্ধ করেছে ২০ টাকার নীচের যেকোনও গ্যাস ভরা লাইটার। আর ব্যবহার করা যাবে না ২০ টাকার থেকে কম দামের গ্যাস ভরা লাইটার।

যাঁরা ধূমপান করেন, তাঁদের জন্য বড় খবর। আপনার পকেটে ১০ টাকার লাইটার থাকলে,সমস্যায় পড়বেন । সরকার নিষিদ্ধ করেছে ২০ টাকার নীচের যেকোনও গ্যাস ভরা লাইটার। আর ব্যবহার করা যাবে না ২০ টাকার থেকে কম দামের গ্যাস ভরা লাইটার। এই ধরণের লাইটার আমদানি উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাইটারের দাম, বিমা চার্জ ২০ টাকার অধিক হলে, তার উপরে লাগবে না কোনও শুল্ক। তাই বিনামূল্যেই সেই লাইটার আমদানি করা যাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে, যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক লাইটার বন্ধ করা হয়। দেশলাই শিল্পের যাতে ক্ষতি না হয়, তাই জন্য এই আবেদন করা হয়েছিল। আমাদের দেশে অনেকেই দেশলাই উৎপাদনের সঙ্গে যুক্ত। তামিলনাড়ুতে বেশিরভাগ মহিলা এই কাজ করেন।

Published on: Jul 06, 2023 03:08 PM