Tomato Price Hike: টম্যাটোর দাম কমাতে পারবেন আপনিও

Tomato Price Hike: টম্যাটোর দাম কমাতে পারবেন আপনিও

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 3:07 PM

বাজারে অনেক বেড়ে গেছে টম্যাটোর দাম। ভারতের অনেক জায়গাতে ১ কেজি টম্যাটোর দাম ১০০ টাকা। টম্যাটোর দাম কমাতে কেন্দ্র বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকার চাইছে উপভোক্তারা যাতে ন্যায্য দামে টম্যাটো কিনতে পারেন।

চাষিরা যাতে উপযুক্ত দাম পায় সেদিকেও নজর রেখেছে সরকার । উপভোক্তা বিষয়ক বিভাগ একটি টম্যাটো গ্র্যান্ড চ্যালেঞ্জ আয়োজন করেছে। গবেষক, শিক্ষক,ছাত্রছাত্রীরা এই গ্র্যান্ড চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন। এই গ্র্যান্ড চ্যালেঞ্জে টম্যাটোর দাম কীভাবে কমানো যায় সেই বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র। কোন বীজ ব্যবহার করলে ভাল ফলন হবে, সেই বিষয়ে তাঁদের থেকে জানার চেষ্টা করা হচ্ছে। টম্যাটোর গ্র্যান্ড চ্যালেঞ্জ থেকে সরকার নির্বাচন করবে কিছু ধারণা। সেই ধারণাগুলোকে মূল্যায়ন করা হবে সরকারি বিশেষজ্ঞের মাধ্যমে। তারপর তৈরি করা হবে প্রোটোটাইপ। সেই প্রোটোটাইপ বাস্তবে কতটা প্রয়োগ করা যাবে, তা সরকার সিদ্ধান্ত নেবে। সরকারি কর্তারা মনে করছেন, এইভাবে টম্যাটোর দাম অনেকটাই কমানো যাবে। কয়েক সপ্তাহ আগেও বাজারে ১ কেজি টম্যাটোর দাম ছিল ২০ টাকা। সেই দাম এখন প্রায় ১০০ টাকায় পৌঁছেছে ।