Clean Water From Urine: নভোচারীরা নিজেদের প্রস্রাবেই তৈরি করছেন পানীয় জল

Clean Water From Urine: নভোচারীরা নিজেদের প্রস্রাবেই তৈরি করছেন পানীয় জল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 3:58 PM

নভোচারীরা প্রস্রাব পরিশোধন করে পানীয় জল তৈরি করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশচারীরা কীভাবে পানীয় জল তৈরি করেছেন জানলে অবাক হবেন। শরীরের আর্দ্রতা ও প্রস্রাবের সাহায্যে পানীয় জল তৈরি করেছেন তাঁরা।

নভোচারীরা প্রস্রাব পরিশোধন করে পানীয় জল তৈরি করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশচারীরা কীভাবে পানীয় জল তৈরি করেছেন জানলে অবাক হবেন। শরীরের আর্দ্রতা ও প্রস্রাবের সাহায্যে পানীয় জল তৈরি করেছেন তাঁরা।এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাঁরা এই কাজটি করেছেন। ক্রু মেম্বারদের ঘাম থেকে বর্জ্য জল জমানোর জন্য একটি সিস্টেম তৈরি করা হয়েছে। সেই বর্জ্য জল পাঠানো হয়। ওয়াটার প্রসেসর অ্যাসেম্বলিতে। সেখান থেকে তৈরি করা হয় পানীয় জল। ইউরিন প্রসেসর অ্যাসেম্বলি ভ্যাকুম ডিস্টিলেশনের সাহায্যে প্রস্রাব থেকে পরিশোধন করা হয় জল। বিজ্ঞানীরা ব্রাইন নামে একটি প্রযুক্তি তৈরি করেছেন। সেই প্রযুক্তির মাধ্যমে পানীয় জল বানানো হয়। বর্জ্য জল বেরিয়ে যায় ব্রাইন প্রসেসর অ্যাসেম্বলির মাধ্যমে। মাধ্যাকর্ষণ শক্তি যেখানে নেই, সেই পরিবেশে এটি কতটা কাজ করবে, সেটাই দেখার বিষয়। বিজ্ঞানীদের মতে, মহাকাশে তৈরি এই জল খুবই পরিষ্কার। জনসন স্পেস সেন্টারের সদস্য বলেছেন, নভোচারীরা সরাসরি প্রস্রাব পান করছেন না। তাঁরা প্রস্রাব থেকে পরিশোধিত জল পান করছেন। মহাকাশচারীদের সুস্থ থাকার জন্য জল খুব দরকার। মহাকাশে খাবার বানানোর জন্য জল দরকার। মহাজাগতিক বিকিরণের হাত থেকে মহাকাশচারীদের বাঁচার জন্য জল খুব প্রয়োজনীয়।