Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Subhman Gill-Shreyas Iyer, GT vs PBKS: গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?

IPL 2025, Subhman Gill-Shreyas Iyer, GT vs PBKS: গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 26, 2025 | 12:09 PM

GT vs PBKS: এবারের পঞ্জাব একটু আলাদা। এই দলে রয়েছে একটা অস্ট্রেলিয়ান ছোঁয়া। গুজরাট আবার অনেকটা তৈরি দল। একবারের চ্যাম্পিয়ন আর একবারের রানার্স আপ।

গত ১৭ বছরে একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়োনি পঞ্জাব। এমনকি ২০১৪ সালের পর প্লেঅফেও উঠতে পারেনি তারা। তবে এবারের পঞ্জাব একটু আলাদা। এই দলে রয়েছে একটা অস্ট্রেলিয়ান ছোঁয়া। এমনকি সঙ্গে রয়েছেন আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার।

আবার এই ম্যাচ হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যে মাঠ নাকি আবার পয়া গুজরাটের অধিনায়ক শুভমন গিলের জন্য। গুজরাট আবার অনেকটা তৈরি দল। একবারের চ্যাম্পিয়ন আর একবারের রানার্স আপ। ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত দুই দল। অবশ্যই তৈরি থাকছেন দর্শকরাও।

Published on: Mar 25, 2025 06:18 PM