Guinness Record: ১ মিনিটে ৫০০ চিজ খেয়ে গিনেস বুকে
Guinness Record: বার্মিংহামের লিয়া শাটকেভার পকেটে ৩৩টি রেকর্ড। সবই বিশ্ব রেকর্ড। এবার গিনেস বুকে নাম লেখালেন লিয়া শাটকেভার। মাত্র ১মিনিট ২.৩৪ সেকেন্ডে ৫০০ গ্রাম মোজারেলা চিজ খেয়ে এই রেকর্ড গড়লেন লিয়া।
বার্মিংহামের লিয়া শাটকেভার পকেটে ৩৩টি রেকর্ড। সবই বিশ্ব রেকর্ড। এবার গিনেস বুকে নাম লেখালেন লিয়া শাটকেভার। মাত্র ১মিনিট ২.৩৪ সেকেন্ডে ৫০০ গ্রাম মোজারেলা চিজ খেয়ে এই রেকর্ড গড়লেন লিয়া। ২টি ২৫০ গ্রামের চিজের টুকরো খেলেন তিনি। মোষের দুধে তৈরি মোজারেলা চিজ ক্যালশিয়াম, ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ। তবে এত পরিমাণে চিজ একসঙ্গে খেলে শরীরের ক্ষতি ছাড়া উপকার হয় না। ১০০ ক্যালোরি থাকে ২৮ গ্রাম চিজে। দিনে সর্বাধিক ৪০ গ্রাম চিজ খাওয়া যায় বলছেন বিশেষজ্ঞরা। লিয়ার মতো বিপুল পরিমাণ চিজ অল্প সময়ে খেলে হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বাড়তে পারে কোলেস্টেরল ও রক্তচাপ। পেটের সমস্যাও হতে পারে। হতে পারে ডায়েরিয়া, এমন কি কোষ্ঠ কাঠিন্যও হতে পারে। কিডনির সমস্যাও হতে পারে এতে। তবে লিয়ার এসব কিছুই হয়নি। নিজেকে প্রফেসানাল ইটার বলেন তিনি। তাই অতিরিক্ত খাবারের কুফল থেকে নিজেকে বাঁচাতে সিদ্ধহস্ত এই রেকর্ড ধারি। গিনেস বুক তাদের ইন্সটাগ্রাম পেজে লিয়ার ভিডিয়ো শেয়ার করেছে।