যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! গণধর্ষণের সাজার পর কী দাবি অভিযুক্তদের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 23, 2025 | 4:59 PM

Hanskhali Case: ব্রজ ওরফে সোহেল গোয়ালি, রঞ্জিৎ মল্লিক ও প্রভাকর পোদ্দারকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধেই মূলত গণধর্ষণের অভিযোগ ছিল। সোহেলের বাবা তথা তৎকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমর গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সহযোগিতা ও প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

রানাঘাট আদালতের রায়ে শাস্তি পাচ্ছেন হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্তরা। ব্রজ ওরফে সোহেল গোয়ালি, রঞ্জিৎ মল্লিক ও প্রভাকর পোদ্দারকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধেই মূলত গণধর্ষণের অভিযোগ ছিল। সোহেলের বাবা তথা তৎকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমর গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সহযোগিতা ও প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।

এই সাজা ঘোষণার পর অভিযুক্তরা জানিয়েছেন তাঁরা উচ্চ আদালতে যাবেন। তাঁদের দাবি, যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি। তা সত্ত্বেও কীভাবে সাজা দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের আইনজীবী।