Supreme court: ‘কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই’, বলল কোর্ট

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2026 | 8:11 PM

জানা যাচ্ছে, রাজস্থানের একজন কেন্দ্রীয় সরকারের কর্মীর বিরুদ্ধে দুর্নীতি দমন শাখা একটি মামলা করেছিল। সেই কেসকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টে যান ওই কর্মী। তার বক্তব্য ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে কেন্দ্রের অনুমতি দরকার। তবে কোর্ট বলল, এক্ষেত্রে সিবিআই-এর অনুমতির প্রয়োজন নেই।

কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অনুমতির দরকার নেই। রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি ছাড়পত্র দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় অনুমতির দরকার নেই। জানা যাচ্ছে, রাজস্থানের একজন কেন্দ্রীয় সরকারের কর্মীর বিরুদ্ধে দুর্নীতি দমন শাখা একটি মামলা করেছিল। সেই কেসকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টে যান ওই কর্মী। তার বক্তব্য ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে কেন্দ্রের অনুমতি দরকার। তবে কোর্ট বলল, এক্ষেত্রে সিবিআই-এর অনুমতির প্রয়োজন নেই।