West Bengal Weather: শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
কলকাতা: আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নীচে না নামলেও খবর কিন্তু অন্য। আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার রাতের পর থেকে পারদ আরও নামার ইঙ্গিত মিলেছে। তার জেরেই শীতের আমেজ আরও কয়েক ধাপ বেড়ে যাবে। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের দাপট বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, শীতের দাপুটে ব্যাটিং চলবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। জানুয়ারির শেষ দিন পর্যন্ত রাত ও ভোরে শীতের আমেজ অটুট থাকবে। কিন্তু, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় নিতে শুরু করবে।
কলকাতা: আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নীচে না নামলেও খবর কিন্তু অন্য। আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার রাতের পর থেকে পারদ আরও নামার ইঙ্গিত মিলেছে। তার জেরেই শীতের আমেজ আরও কয়েক ধাপ বেড়ে যাবে। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের দাপট বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, শীতের দাপুটে ব্যাটিং চলবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। জানুয়ারির শেষ দিন পর্যন্ত রাত ও ভোরে শীতের আমেজ অটুট থাকবে। কিন্তু, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় নিতে শুরু করবে।