Benfits of Neem: নাম তার নিম...

Benfits of Neem: নাম তার নিম…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 19, 2023 | 5:55 PM

৫০০০ হাজার বছর ধরে নিম রোগ প্রতিরোধ করে আসছে। নিমের ফুল ,ফল, পাতা, কাণ্ড ও মূলের ঔষধিগুণ প্রশ্নাতীত। আয়ুর্বেদে নিমের বহুল ব্যবহারের উল্লেখ আছে। নিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট,খনিজ ও ভিটামিনের খনি।

৫০০০ হাজার বছর ধরে নিম রোগ প্রতিরোধ করে আসছে। নিমের ফুল ,ফল, পাতা, কাণ্ড ও মূলের ঔষধিগুণ প্রশ্নাতীত। আয়ুর্বেদে নিমের বহুল ব্যবহারের উল্লেখ আছে। নিমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট,খনিজ ও ভিটামিনের খনি। একাধিক প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করে নিম। নিমের গুণাবলী। নিমে আছে ‘নিম্বিদিন’ নামক একটি রাসায়নিক। আর্থ্রাইটিসের প্রদাহ কমায় ‘নিম্বিদিন’। নিম পাতার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ সংক্রমণ প্রতিহত করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে নিম পাতা। যকৃতের কর্মক্ষমতা ঠিকঠাক রাখে নিম। লিভার ফাইব্রোসিস, ফ্যাটি লিভার সহ একাধিক প্রাণঘাতী রোগ দূরে রাখে নিম। নিমের অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলীর স্বাস্থ্য ভাল রাখে। নিমের তেল ত্বকের নানা ধরনের সমস্যায় কাজে লাগে। দুনিয়া জুড়ে বহু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নিম। দাঁতের স্বাস্থ্য বজায় রাখে নিম।

Published on: Aug 19, 2023 05:49 PM