Chennei Flyover: সিটি অফ ফ্লাইওভার

Chennei Flyover: সিটি অফ ফ্লাইওভার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 19, 2023 | 6:17 PM

এই শহর উড়ালপুলের শহর। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ফ্লাইওভারের সংখ্যা ২৭২টি। রোড ওভার ব্রিজ ও রোড আন্ডার ব্রিজ মিলিয়ে চেন্নাইয়ের ব্রিজের সংখ্যা ভারতে সর্বাধিক। সিটি অফ ফ্লাইওভার চেন্নাইয়ে কেন এত ব্রিজ? দেশের অন্যতম ব্যস্ত মেট্রো শহর চেন্নাই।

এই শহর উড়ালপুলের শহর। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ফ্লাইওভারের সংখ্যা ২৭২টি। রোড ওভার ব্রিজ ও রোড আন্ডার ব্রিজ মিলিয়ে চেন্নাইয়ের ব্রিজের সংখ্যা ভারতে সর্বাধিক। সিটি অফ ফ্লাইওভার চেন্নাইয়ে কেন এত ব্রিজ? দেশের অন্যতম ব্যস্ত মেট্রো শহর চেন্নাই। যানজট এই শহরের একটি অন্যতম সমস্যা। যানজটের সমস্যা থেকে শহর মুক্তি দিতেই এই আয়োজন। এখনও বেশ কিছু উড়ালপুল নির্মীয়মাণ অবস্থায়। চেন্নাইয়ের বিখ্যাত উড়ালপুল কাঠিপাড়া ফ্লাইওভার। চেন্নাইয়ের আইকনিক কাঠিপাড়া ফ্লাইওভার বেশ বিখ্যাত। বেশ কিছু দক্ষিণী সিনেমাতে এই উড়ালপুল দেখা গেছে। এর নির্মাণশৈলী ঘাস ফুলের মত। চেন্নাইকে যানজট ও সিগন্যাল মুক্ত করতেই বিপুল সংখ্যক রেল ও রোড ওভার ব্রিজ। চেন্নাইয়ের রাস্তায় ড্রাইভ করলে অল্প দূরত্বে সার সার উড়ালপুল দেখা যায়। ফ্লাইওভারের সংখ্যার নিরিখে চেন্নাইয়ের পরেই আছে দিল্লি।

Published on: Aug 19, 2023 06:13 PM