Jio Book laptop: ১৬ হাজারে ল্যাপটপ!

বাজারে এল মুকেশ আম্বানির জিওবুক ল্যাপটপ। ইন্টারনেট, ফোনের পর ল্যাপটপ বাজারে আনল জিও। কী কী ফিচার আছে এন্ট্রি লেভেল এই ল্যাপটপের? ওজন - ৯৯০ গ্রাম। অপারেটিং সিস্টেম - জিও ওএস। প্রসেসর - অক্টাকোর। র‍্যাম- ৪ জিবি। স্টোরেজ- ৬৪জিবি এসডি কার্ড স্টোরেজ।

Jio Book laptop: ১৬ হাজারে ল্যাপটপ!
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 5:27 PM

বাজারে এল মুকেশ আম্বানির জিওবুক ল্যাপটপ। ইন্টারনেট, ফোনের পর ল্যাপটপ বাজারে আনল জিও। কী কী ফিচার আছে এন্ট্রি লেভেল এই ল্যাপটপের? ওজন – ৯৯০ গ্রাম। অপারেটিং সিস্টেম – জিও ওএস। প্রসেসর – অক্টাকোর। র‍্যাম- ৪ জিবি। স্টোরেজ- ৬৪জিবি এসডি কার্ড স্টোরেজ। এক্সপ্যান্ডেবল স্টোরেজ – ২৫৬ জিবি। ক্লাউড স্টোরেজ – ১০০ জিবি, ১ বছরের জন্য ফ্রি। জিওবুক ল্যাপটপে আছে 4G সাপোর্ট। জিওবুকে আছে ইন-বিল্ট USB এবং HDMI পোর্ট। ডিসপ্লে- ১১.৬ ইঞ্চি LED ডিসপ্লে। ওয়েবক্যাম- 2 মেগাপিক্সেল। আছে ইনবিল্ট HDMI পোর্ট ও USB পোর্ট। জিওবুকে আছে মাল্টি জেসচার ট্র্যাক প্যাড ও ইনফিনিটি কিবোর্ড। ৭৫টির বেশি কিবোর্ড শর্ট কার্ট। জিওবুকে আছে ১ বছরের অ্যান্টি ভাইরাস ও পেরেন্টাল কন্ট্রোল। দাম সবার নাগালে, ১৬,৪৯৯ টাকা। আগের তুলনায় আরও উন্নত ও হালকা এই জিওবুক। ছাত্রছাত্রী ও অফিস কর্মীদের বেসিক লেভেল কাজের উপযুক্ত এই ল্যাপটপ। বুকিং শুরু হয়েছে এই ল্যাপটপের। ই কমার্স সাইটে সেল শুরু ৫ আগস্ট। রিলায়েন্স ডিজিট্যাল ও জিও মার্টে পাওয়া যাবে জিওবুক।

Follow Us: