Bad Effects of Coffee: কফি নাকি বিষ!

Bad Effects of Coffee: কফি নাকি বিষ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 2:09 PM

Health News: বিশেষ মানুষের সঙ্গে পথ চলার সরণী স্মরণীয় হয়ে থাকে কফিতে। প্রথম দেখা থেকে প্রথম ডেট কফিতে মজে। তবে বিশেষ কিছু রোগ থাকলে এড়িয়ে যান কফি। আইবিএস বা ইরিটেবল বাওল সিন্ড্রোমের রোগীদের জন্য কফি বিষ।

দুনিয়ার সেরা পছন্দের পানীয় কফি। স্বাদে ও স্বাস্থ্যে কফির বহু গুন আছে। আমাদের সম্পর্কের বিভিন্ন মুহূর্ত আমরা কফির সঙ্গে স্মরণীয় করে রাখি। বন্ধুদের আড্ডায় কফি। বিশেষ মানুষের সঙ্গে পথ চলার সরণী স্মরণীয় হয়ে থাকে কফিতে। প্রথম দেখা থেকে প্রথম ডেট কফিতে মজে। তবে বিশেষ কিছু রোগ থাকলে এড়িয়ে যান কফি। আইবিএস বা ইরিটেবল বাওল সিন্ড্রোমের রোগীদের জন্য কফি বিষ। আইবিএস রোগীরা কফি খেলে ডায়ারিয়া, বদহজম, অ্যাসিডিটি হতে পারে। চোখের জটিল গ্লুকোমায় এড়িয়ে যান কফি। ওভারঅ্যাক্টিভ ব্লাডরে ভুগলে কফি খেলে প্রস্রাব চাপতে আরও সমস্যা হবে। হৃদরোগীদের জন্য কফি বিষের কাজ করে। কফি রক্তচাপ বাড়িয়ে দেয়। অনিদ্রার রোগীদের ক্ষেত্রেও কফি এড়িয়ে চলা ভাল। তাই এই সব অসুস্থতা বা রোগ থাকলে নির্দ্বিধায় নিরাপদ দূরত্ব বজায় রাখুন কফির সঙ্গে। এক্ষেত্রে ব্ল্যাক কফি বা দুধ কফি সবই পরিত্যাজ্য।